বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
কেতকী বসু
অচেনা ভালবাসা
কালের ধারাবাহিকতায়
অমীমাংসিত প্রশ্ন
যুগ থেকে যুগান্তরে ছিন্ন হৃদয়ের ধার করা প্রেমের উপাখ্যান।
গোধূলির ম্লান আলোয় যুক্তির বাক্যবাণে যৌনতার আহ্বান
যুগ থেকে যুগান্তরে ছিন্ন হৃদয়ের ধার করা প্রেমের উপাখ্যান।
গোধূলির ম্লান আলোয় যুক্তির বাক্যবাণে যৌনতার আহ্বান
শরীরে শরীরে দূরত্ব
সৃষ্টিকারী না জানা কত কথা…
বিকৃত কামনার ডাকে নির্বাক পথিক পথ খোঁজে মুক্তির
কিছু স্মৃতিজড়িত সন্দেহে নির্বাসন মানসিক কারাগারে
ভুলের প্রমাণ যৌথ
সময়ের।
কারারক্ষী খুঁটে চলে একের পর এক সংখ্যা।
আর্তনাদে মুখর পরিবেশও মৌনমিছিলে মুখ লুকোয়
ইতিহাস বহমান তবু দশকের পর দশক…
বিকৃত কামনার ডাকে নির্বাক পথিক পথ খোঁজে মুক্তির
কিছু স্মৃতিজড়িত সন্দেহে নির্বাসন মানসিক কারাগারে
কারারক্ষী খুঁটে চলে একের পর এক সংখ্যা।
আর্তনাদে মুখর পরিবেশও মৌনমিছিলে মুখ লুকোয়
ইতিহাস বহমান তবু দশকের পর দশক…
সুন্দর লাগলো কবিতাটি
ReplyDeleteকবিতাটা দারুন
ReplyDelete