প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Saturday, August 5, 2023

বর্ষা | প্রয়োজন এবং প্রয়োজন

 


 

বাতায়ন/সম্পাদকীয়/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

সম্পাদকীয়
বর্ষা

প্রয়োজন এবং প্রয়োজন

‘তোমাকে চাই… শেষপর্যন্ত তোমাকে চাই’ সুমনের জনপ্রিয় গানের কথা সকলেই জানেন। কিন্তু আজ বর্ষা সংখ্যার কথা, বাদলের কথা, ঘন কালো মেঘের কথা। আদি-অনন্ত কাল ধরে কবি-শিল্পী-সাহিত্যিকরা আবেগাপ্লুত। যাদের মধ্যে এতটুকুও নান্দনিক বোধ আছে বর্ষার আগমনে তিনি আবেগে উদ্‌বেলিত হয়ে উঠবেন না তা হতে পারে না। তার প্রকাশ দেখা যায় বিভিন্ন শিল্প-সাহিত্যের আঙিনায়। শুধু গ্রামেই নয়, কংক্রিটের জঙ্গলেও তার ব্যতিক্রম নেই। বৃষ্টির জন্য তৃষিত চাতক সকলেই।

তাই তো বর্ষা সংখ্যার মেল-বক্স ভরে ওঠে অসংখ্য লেখায়। যদিও সম্পাদকমণ্ডলী সব লেখা নির্বাচিত করেননি। যাদের লেখা নির্বাচিত হয়নি, তাদের ব্যথিত হবার কোন কারণ নেই। বরং তাদের এই বেদনা পুঞ্জীভূত হয়ে গর্জে উঠুক তাদের সাহিত্য-জীবনে। সেই শুভকামনা সকলের জন্য সকলের তরফ থেকে।

এ তো গেল কবি-সাহিত্যিকদের কথা। যারা সেই আঙিনার বাইরে, তারাও কি বর্ষার প্রতীক্ষায় থাকেন না? অতীতে কৃষিজীবী মানুষের প্রধান ভরসাই ছিল বর্ষা। কথাতেই আছে, ‘আশায় মরে চাষা,’ আকাশের দিকে তাকিয়েই তাঁরা দিন কাটাতে বাধ্য হতেন। যদিও এখন মাটির গভীর থেকে ভালমন্দের তোয়াক্কা না করে নির্বিচারে জল তুলে চাষ হওয়াটাই রীতি। তাতে প্রকৃতির যা হয় হোক।

মাল্টিস্টোরিড বিল্ডিং-এর প্রধান ভরসাই আজ সাবমার্সিবল পাম্প। পরিবেশসচেতনতার বাণী বৃথা। অথচ একটু সচেতন হলেই নাগরিক ধরে রাখতেই পারেন বৃষ্টির জল (অপরিমিত হলেও), বেশি বেশি করে বৃক্ষরোপণ এবং তা রক্ষণাবেক্ষণ করতেই পারেন। কোন দেশে কোনও সরকারই কোন কিছু করে দিতে পারেন না যদি নাগরিক সচেতন না হয়।

নইলে শেষপর্যন্ত এমন না হয়, বাদলের মেঘ, স্বাভাবিক বৃষ্টিপাতের জন্য হাপিত্যেশ অপেক্ষা করতে করতে অতীতের স্মৃতিচারণই এক এবং একমাত্র পথ। তিনি যে পেশা কিংবা যেমন মনের মানুষই হোন-না কেন।


No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)