বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
পিয়াল রায়
বর্ষা
বর্ষা আসতে না আসতেই ভেঙে গেল বাঁধ
অব্যর্থ সুতোর টানে পুতুল-খেলোয়ার
আকন্দ বেড়ার গাঁট খুলে
ধুয়ে নিল অগাধ মাটি, ছোট ছোট মুখ প্রতিমার
জাল ফেলা হল
কত অসুখ কত ছায়া-ছায়া ধ্বনি-প্রিয়মুখচুম্বনরত, উঠে এল জালে
বৃষ্টিজাত কত মাতাল সকাল
অবুঝ মনকে ভেজানোই যার জিম্মেদারি ছিল এতদিন,
কত শ্যামল অবগাহন... নাম না-জানা
ডুরে শাড়ি লাল টুকটুক, খেলতে এসেছিল বাড়ি বয়ে
উঠে এল সব একে একে
কখনো হারাবে না ভেবেও যারা
খুলে রেখেছিল বুকের বোতাম
এই বর্ষার দেশে বৃষ্টির বেগে কী জানি কোন মোহে
প্রবল ভেসে গেল তাদের দ্বিগুণ নিরালা বুক
চ ম ৎ কা র
ReplyDelete