প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Saturday, August 26, 2023

রাজলক্ষ্মীর কলমে | সুমিতা চৌধুরী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতা
সুমিতা চৌধুরী

রাজলক্ষ্মীর কলমে

আমার প্রেমের মালাখানি আজও রয়েছে পড়ে গোপনেই,
দেওয়া হয়নি তোমায় কোনোদিনই শ্রীকান্ত।
কত কথাই আজও রয়ে গেছে না-বলাই,
হয়তো তুমি শুনতে চাওনি বলে, হয়তো মনের গোপন অভিমানে…
 
আমি কারো কাছে মা, কারো কাছে বারাঙ্গনা
তোমার কাছে আমার পরিচয় জানার প্রয়োজন হয়নি কি কখনো?
হয়তো বা বিনা নামোল্লেখে বহুকাল ধরে এক সম্পর্কের তারে বাঁধা আমি তোমার সাথে
যা স্বেচ্ছায় বহন করে আমার হৃদয় প্রতি ক্ষণে।
 
হ্যাঁ, আমিও এক নারী,
চেয়েছিলাম এক প্রিয়জনের সংসারে সসম্মান অধিষ্ঠান।
কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাসে কালের বৈতরণীতে ফিরেছি কতই
শেষকালে সেই আবার দেখা, সে-ও বুঝি ভাগ্যের ফেরে।
 
হে শ্রীকান্ত, হে বাল্যসখা, হে প্রেম,
তুমি কি বুঝেছ আমায়? চিনেছ আমার মন?
যার প্রতিটি অলিন্দে লেখা আছে শুধু তোমারই নাম, সযত্নে।
দেখার ফুরসতৎ কি পেয়েছ তা কোনোদিন?
 
বড় জানতে ইচ্ছে করে তোমার হৃদয়ের কথা,
খুব সাদামাটা ভাবে জানতে সাধ যায় আমায় নিয়ে তোমার ভাবনাগুলো।
আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সংসারের খেলায় মাততে ইচ্ছে করে
আদরে সোহাগে মান-অভিমানে জড়িয়ে থাকতে ইচ্ছে করে তোমার সাথেই আজীবন।
 
আত্মরক্ষার্থে সাহসকে করেছি আমার অঙ্গ ভূষণ।
তবু বড় ভয় পাই অনুক্ষণ, তোমায় নিয়ে,
ভয় পাই বিচ্ছেদের, বিরহের, হারিয়ে যাওয়ার,
শেষ বেলায় এক নিশ্চিন্ত আশ্রয় চাই, হ্যাঁ, তোমারই কাছে, ভীষণ আকুলতায়।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)