বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
উপাসনা সরকার
বাসবে যাঁকে ভাল
বিকেল বেহাল, বর্ষা দিনে, টইটুম্বুর তুমি
শ্যামবাজারে হিল সামলায় অবাধ্য মৌসুমি
ঘড়ির সময় জানান দেবে ফেরার সময় ঠিক
রোম্যান্স বাড়ে এসব দিনেই, গুলিয়ে যাবে দিক
অপেক্ষাতে প্রেমিক জীবন, ইভ…নিং-এর শহর
প্রেম মেপে নাও ওয়েইং মেশিন, অল্প বেশির বহর
আপেল কামড়, নিষিদ্ধ পার্ক, আদম ইভের রাত
নয়না কেমন শাওন-ভাদো, ছোট্ট মুলাকাত
লং ড্রাইভে আকাশ নামে, ঢেউ নাকি ঘুম পাহাড়?
হারিয়ে খোঁজা ভালবাসা, কে জানে নাম তাঁহার?
বর্ষা নামুক আঙুল ছুঁয়ে নীলচে মেঘের আলো
এই বর্ষায় সব বলা যায়, বাসবে যাঁকে ভাল!
শ্যামবাজারে হিল সামলায় অবাধ্য মৌসুমি
রোম্যান্স বাড়ে এসব দিনেই, গুলিয়ে যাবে দিক
প্রেম মেপে নাও ওয়েইং মেশিন, অল্প বেশির বহর
নয়না কেমন শাওন-ভাদো, ছোট্ট মুলাকাত
হারিয়ে খোঁজা ভালবাসা, কে জানে নাম তাঁহার?
এই বর্ষায় সব বলা যায়, বাসবে যাঁকে ভাল!
খুব সুন্দর কবিতা।
ReplyDelete