বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
সৃশর্মিষ্ঠা
কথোপকথন
আমি আর অনন্ত
একে অন্যের দিকে তাকিয়ে
কোথা থেকে এত দৃষ্টি আসে
নিষ্পলক গন্ধের!
অন্বেষণ
সম্পর্কের রহস্যের
ভেদ করেছিল শ্রাবণের লহমা বৃষ্টিভেজা
নির্বিকার এক সারমেয়
দূরে... বহুদূরে দাঁড়িয়ে
আমার মেঘলা চোদ্দো-পূর্বপুরুষ
আমার নজর হেঁটে যায় একটি লেজের ইশারায়
একে অন্যের দিকে তাকিয়ে
নিষ্পলক গন্ধের!
সম্পর্কের রহস্যের
নির্বিকার এক সারমেয়
আমার মেঘলা চোদ্দো-পূর্বপুরুষ
ভালো লাগলো।
ReplyDelete