বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
সিদ্ধার্থ মিত্র
মেঘ বর্ষার গল্প
ভাবি পাট খুললেই দেখা যাবে অংশদ্রাঘিমা
সাথে অনেক তারার গল্পকথা, অতিথি নেবুলা
এই ভেবে জড়ো করলাম এক আঁজলা বৃষ্টিজল
যদি অভিমানে আবার মেঘ হয়ে ওঠো, কাল
সাথে অনেক তারার গল্পকথা, অতিথি নেবুলা
এই ভেবে জড়ো করলাম এক আঁজলা বৃষ্টিজল
যদি অভিমানে আবার মেঘ হয়ে ওঠো, কাল
এ-বছর বর্ষা নামেনি এখনও তীব্র দহন
থাকবে বন্যার খবর আগাম সতর্কতায়
থাকবে বন্যার খবর আগাম সতর্কতায়
বৃষ্টিতে ফেঁপে ওঠা সংসার দেওয়ালে
জমেছে ভেজার অনেক গল্প শ্যাওলার মতো
জমেছে ভেজার অনেক গল্প শ্যাওলার মতো
বারুদের গন্ধভরা স্যাঁতস্যাঁতে দেশলাই বাক্সে
খুঁজি শ্রাবণের চোখ
আর তোমার মুখ জলকন্যা হয়ে যায়
খুঁজি শ্রাবণের চোখ
আর তোমার মুখ জলকন্যা হয়ে যায়
ভালো লাগলো।
ReplyDelete