প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Saturday, August 19, 2023

বৃষ্টির ধ্বনি | দর্পণা গঙ্গোপাধ্যায়

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০

কবিতা
দর্পণা গঙ্গোপাধ্যায়

বৃষ্টির ধ্বনি

হঠাৎ হাওয়ায় উড়িয়ে দিল
হারিয়ে দিল চেনা সে মুখ
বৃষ্টি এল ভীষণ জোরে
ঝমঝমিয়ে টপটপিয়ে
ভিজিয়ে দিল রঙিন সুখ
 
হারিয়ে গেল রূপের বাহার
রঙিন ঠোঁটের হাসির ঝড়
সাদা ঠোঁটে বিষাদ বড়
ভেজা দেহের ছিন্ন হার--
 
ফিরবে যেদিন আবার পথে
কদম বনের বৃষ্টি রথে
লুকিয়ে রেখো চেনা দেহ
চেনা প্রেমের শুষ্ক গেহ
 
চোখের ভাষায় নদী এঁকো
ফুল ফুটিয়ে গোপন রেখো
উদ্বেলিত হৃদয় যখন
কম্পনেতে উছলে খুব
সাগর তুমি দৌড়ে এস
সঙ্গমেতে দেবই ডুব।
 
বৃষ্টি তুমি শব্দ তুলো
নূপুর নূপুর ঝমর ঝম
আনন্দটা ভরিয়ে রেখো
বৃষ্টি নামুক ছমছম।

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)