বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম
বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০
কবিতা
সন্তোষ ভট্টাচার্য
এনকাউন্টার
আমি যে স্কুলে পড়তাম…
সত্তর-একাত্তর সাল হবে বোধহয়
আমি তখনও স্কুলে ঢুকিনি
একদল অপরিণামদর্শী কিশোর বালক
ছাদে উঠেছিল জায়গা সরোজমিন করতে।
পিছনে সংস্কৃত স্কুলের ছাদে ছিল সিধুবাবুর আততায়ীর দল
গুলির লড়াই? না, প্রহসন হয়েছিল।
সেই কিশোরদের দেহ পাওয়া গিয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে
এনকাউন্টার এরই নাম...
আমি তখনও স্কুলে ঢুকিনি
No comments:
Post a Comment