প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Saturday, August 19, 2023

বর্ষাতি মন | অরূপ

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০

কবিতা
অরূপ

বর্ষাতি মন

ছাইরং মেঘ বৃষ্টি আসুক তোমার নামে হলদে খাম
তোমাকে কি পাঠাতে পারি আমার মনের ডাক টিকিট?
হাত পা ছুঁড়ি, রাগ চড়ে যায়, ছটফটিয়ার নেই তো বিরাম
থমকে থাকি, পালাই পালাই, সময়েরই ফন্দিফিকির
 
ভীতু মন বাদাম-বিলাস এই তো দিন কাটছে কাটুক
ফিরতি ট্রেনে, টুকরো আলাপ, ধুলো ঢাকা শান্ত মন
এমন কোন বসন্তদিনে সমান্তরালে কেউ তো হাঁটুক
 
দাঙ্গা থাকুক, হল্লা থাকুক, আগুন জলের একটা জীবন
একতাল মেঘ ফকির এ মন চটিজুতোর জলই দোসর,
ছাদের তারে কান্না কাপড় আলাপ জমায় দীর্ঘশ্বাসে
 
দীর্ঘ দুপুর, ঝিমঝিমে স্বর, মেঘলা বেলায় লেখার আসর
স্বচ্ছ জীবন— বুদবুদ সব যাক ফেটে যাক এক নিমেষেই
 
হিসেবে দেখি সব সম্পর্কই আসলে তা যে অনন্যক
একটু বৃষ্টি হতেই হবে শ্রাবণ মাসের বাইশ দিনে

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)