বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০
কবিতা
জ্যোৎস্না মন্ডল
তোমার কথা ভাবি
তোমার কথা ভাবতে ভাবতে মনটা কেমন উদাস হয়ে যায়...
আকাশ কালো মেঘে ঢেকে যায় যখন
যখন রাঙামাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে চলে যাই
মেঘের মধ্যে খুঁজে বেড়াই তোমায় পিপাসা নিয়ে
তোমার কথা ভাবতে ভাবতে মনটা এলোমেলো হয়ে যায়...
সমুদ্রের নোনা জলে আনন্দে যখন গা ভাসিয়ে দিই
তোমার কথা ভাবতে ভাবতে চলে যাই অনেক দূরে ঢেউ ছাড়িয়ে...
গভীর অরণ্যের পাদপে পাদপে যখন মিশে যায় কবি মন
তোমার কথা ভাবতে ভাবতে লেখনীর উদ্দামতা তখন মনের আকাঙ্ক্ষার তীব্রতা বাড়ায়...
পাহাড়ের কোলে সূর্যোদয়় ও সূর্যাস্ত দেখে আনমনা হয়ে যায় অস্হির মন
মনে মনে প্রকৃতির সৌন্দর্যে অবগাহন করি তোমায় সঙ্গে নিয়ে...
আকাশ কালো মেঘে ঢেকে যায় যখন
মেঘের মধ্যে খুঁজে বেড়াই তোমায় পিপাসা নিয়ে
তোমার কথা ভাবতে ভাবতে মনটা এলোমেলো হয়ে যায়...
তোমার কথা ভাবতে ভাবতে চলে যাই অনেক দূরে ঢেউ ছাড়িয়ে...
তোমার কথা ভাবতে ভাবতে লেখনীর উদ্দামতা তখন মনের আকাঙ্ক্ষার তীব্রতা বাড়ায়...
মনে মনে প্রকৃতির সৌন্দর্যে অবগাহন করি তোমায় সঙ্গে নিয়ে...
No comments:
Post a Comment