প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, August 26, 2023

বাবার চিঠি | চন্দ্রাবলী ব্যানার্জী

বাতায়ন/হলদে খাম/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

হলদে খাম
চন্দ্রাবলী ব্যানার্জী

বাবার চিঠি

স্নেহের খোকা,

তোদের খবর সব কুশল তো? বৌমা, তিতলি আর তোর মা কেমন আছে রে? তোকে অনেক বার ফোন করলাম, একটা-দু’টো কথা বলেই খুব ব্যস্ত হয়ে পড়িস, আজকাল একটু বেশিই ব্যস্ত তুই। তাই তোকে এই পত্রখানা লিখলাম, সংবাদপত্র পড়ার সময়, একটু সময় করে পড়ে নিস।

তোর মা'র অনেকদিন কোন খবর পাইনি, কেমন আছে রে তোর মা। পুজো আসছে, আমাকে কি একবার নিয়ে যাবি তোর কাছে? বেশিদিন থাকব না রে, পুজোর ক’টা দিন তোর মা'র সাথে কাটিয়েই বুবানের কাছে ফিরে আসব।  

তোর মা’কে বলিস আমি ভাল আছি। পুজোর সময় তোর মা’কে কিছু কিনে দিস আর নাই দিস, এক জোড়া মোজা কিনে দিস। পুজোর পরেই ঠান্ডা পড়বে, তোর মা'র তো ঠান্ডার ধাত। বেশি যেন জল ঘাঁটাস না মা’কে দিয়ে, পারলে একটা কাজের লোক রাখিস, তোর মা আজকাল আর খাটতে পারে না রে। আমাকে যদি নিয়ে যাস, আমি সব কাজ করে দেব, আর হ্যাঁ আমাকে স্টোর রুমে শুতে দিলেই হবে, একবার পরামর্শ করে নিস বৌমার সাথে। বুবানের কাছ থেকে, আমার জন্য এবার পুজোয় টাকা নিয়েছি, তাই দিয়ে তোর মা’য়ের জন্য একটা লাল পাড় শাড়ি কিনেছি। বহুকাল তার জন্য কিছু কিনিনি।

তিতলি কত বড় হল রে? সে কি কথা বলতে শিখেছে? তার জন্য কিছুই কিনতে পারলাম না, মাফ করতে পারব না হয়তো।

তোর মা’কে বলিস এখানে আমার সময় কাটে না একদম, তাকে খুব মনে পড়ে। এখানে বুবান আর বৌমা দু’জনেই অফিস বেরিয়ে যায়, একা একা কাটাই সারা দিন, একবার চেষ্টা করে দেখিস না, যদি আমাকে নেওয়া যায় তো!

তোরা ভাল থাকিস, ঈশ্বর তোদের মঙ্গল করুন।


আশীর্বাদান্তে—
            তোর বাবা।

পুনশ্চঃ- তোর মা’র এজমা কি কমেছে, ঠিক মতো কি ওষুধ খাচ্ছে? না হলে বলিস আমি গিয়ে ওষুধ কিনে দেব। বুবানের ফোনে একবার সময় করে জানিয়ে দিস।


2 comments:

  1. খুব খুব সুন্দর লেখনী।ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই কে নিয়ে ।

    ReplyDelete
  2. চোখ ঝাপসা হয়ে এলো ।জীবনের এই অধ্যায়ে ক্রমশঃ পৌঁছচ্ছি । আর কনট্র্যাক্ট সর্বস্ব দাম্পত্য পৃথিবীতে এই ছবিটা বড়ই প্রান জুড়ানো ।

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)