তোর মা’কে বলিস আমি ভাল আছি। পুজোর সময় তোর মা’কে কিছু কিনে দিস আর নাই দিস, এক জোড়া মোজা কিনে দিস। পুজোর পরেই ঠান্ডা পড়বে, তোর মা'র তো ঠান্ডার ধাত। বেশি যেন জল ঘাঁটাস না মা’কে দিয়ে, পারলে একটা কাজের লোক রাখিস, তোর মা আজকাল আর খাটতে পারে না রে। আমাকে যদি নিয়ে যাস, আমি সব কাজ করে দেব, আর হ্যাঁ আমাকে স্টোর রুমে শুতে দিলেই হবে, একবার পরামর্শ করে নিস বৌমার সাথে। বুবানের কাছ থেকে, আমার জন্য এবার পুজোয় টাকা নিয়েছি, তাই দিয়ে তোর মা’য়ের জন্য একটা লাল পাড় শাড়ি কিনেছি। বহুকাল তার জন্য কিছু কিনিনি।
তিতলি কত বড় হল রে? সে কি কথা বলতে শিখেছে? তার জন্য কিছুই কিনতে পারলাম না, মাফ করতে পারব না হয়তো।
তোর মা’কে বলিস এখানে আমার সময় কাটে না একদম, তাকে খুব মনে পড়ে। এখানে বুবান আর বৌমা দু’জনেই অফিস বেরিয়ে যায়, একা একা কাটাই সারা দিন, একবার চেষ্টা করে দেখিস না, যদি আমাকে নেওয়া যায় তো!
তোরা ভাল থাকিস, ঈশ্বর তোদের মঙ্গল করুন।
পুনশ্চঃ- তোর মা’র এজমা কি কমেছে, ঠিক মতো কি ওষুধ খাচ্ছে? না হলে বলিস আমি গিয়ে ওষুধ কিনে দেব। বুবানের ফোনে একবার সময় করে জানিয়ে দিস।
খুব খুব সুন্দর লেখনী।ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই কে নিয়ে ।
ReplyDeleteচোখ ঝাপসা হয়ে এলো ।জীবনের এই অধ্যায়ে ক্রমশঃ পৌঁছচ্ছি । আর কনট্র্যাক্ট সর্বস্ব দাম্পত্য পৃথিবীতে এই ছবিটা বড়ই প্রান জুড়ানো ।
ReplyDelete