বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
কেতকী বসু
খুচরো সময়ের পরিক্রমণ
ঘূর্ণায়মান কাঁটার বিপরীতে থেমে থাকা সময়ের অবান্তর প্রশ্ন
জ্বলে ওঠা আগুনে দগ্ধ শরীর, অযৌক্তিক বাক্যবাণে…
যে ঘরে সুখের আবেশে শান্তির ঘনত্ব
সেখানে কোনো ফুলের শুকিয়ে যাওয়ার কারণ জানা হয় না
চূড়ান্ত ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রেখে
সময় আর কৌতূহলে দৃষ্টি আকর্ষিত হয় বারবার
অনামী পরিচয়ে কালান্তরে খুচরো ভ্রূকুটি
শালীনতা হারানো বিজ্ঞপ্তি ঘরের দেওয়ালে
বিষাক্ত রাতের শেষ খোঁজ শরীরী ভাষায়
উন্মুক্ত চাদরে তখনও দাগ থেকে যায় ভোরের আলোয়
জ্বলে ওঠা আগুনে দগ্ধ শরীর, অযৌক্তিক বাক্যবাণে…
যে ঘরে সুখের আবেশে শান্তির ঘনত্ব
সেখানে কোনো ফুলের শুকিয়ে যাওয়ার কারণ জানা হয় না
সময় আর কৌতূহলে দৃষ্টি আকর্ষিত হয় বারবার
অনামী পরিচয়ে কালান্তরে খুচরো ভ্রূকুটি
শালীনতা হারানো বিজ্ঞপ্তি ঘরের দেওয়ালে
বিষাক্ত রাতের শেষ খোঁজ শরীরী ভাষায়
উন্মুক্ত চাদরে তখনও দাগ থেকে যায় ভোরের আলোয়
No comments:
Post a Comment