বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম
সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০
কবিতা
মধুপর্ণা বসু
অগস্ত্য যাত্রা
বিশ্বাসটুকু মরে গেলে সব প্রাগৈতিহাসিক।
বিশ্বাসটুকু বুকে পুষে রাখছে আজ-কাল ভবিষ্যৎ।
এই বিশ্বাস তোমায় আমায় ছুঁয়ে
স্ফুলিঙ্গের বিন্দু বিন্দু আগুন
আনবে আর এক নতুন বিস্ফোরণ
অলৌকিক লাল আগুনে স্ফুলিঙ্গের সৃষ্টি।
দুর্দান্ত একটা ডাক, একটা
ইনকিলাব!
এ যুগের সব ত্রিফলা নিয়নের বাতি জ্বালিয়ে
একটা নড়বড়ে শবদেহবাহী যান চলেছে…
যুগের অগস্ত্য যাত্রা, নাচতে নাচতে ড্রাম পেটাচ্ছে
নন্দি-ভৃঙ্গি উদোম নাচছে, টলমলে পায়ে রাজা উজির পারিষদ
নেশায় বুঁদ, শক্তি আর শাসনের নেশা!
কখন যাত্রা হয়েছে মৃতদেহ-বাহী এই দেশের
অজ্ঞান, নির্বোধ মদমত্ত শাসক চিৎকার করে নিজের মৃত্যুর রাস্তা সাফ করছে…
হরি বোল বল হরি!
No comments:
Post a Comment