প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ভিক্ষুক গাছ | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা তৈমুর খান ভিক্ষুক গাছ দু - একটি ভিক্...

Tuesday, October 3, 2023

শারদ | একান্ন হেঁশেল | সুমিতা চৌধুরী

বাতায়ন/শারদ/ছোটগল্প/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | ছোটগল্প
সুমিতা চৌধুরী

একান্ন হেঁশেল


প্রতিবছর দুর্গা পুজোয় সেন-বাড়ি সরগরম হয়ে ওঠে। এমনিতে বর্ধমানের আদি বাড়িতে এখন বৃদ্ধ সেন-দম্পতি আর বড় ছেলের পরিবারই থাকে। বাকিরা চাকরি সূত্রে বাইরে থাকে পরিবার নিয়ে। কিন্তু পুজোর সময় সকলেই একত্রিত হয়।

মৌমা দুর্গা পুজোয় এবার বর্ধমানে আসা নিয়ে দুশ্চিন্তা গ্রস্ত তার ছেলেকে নিয়ে। এতদিন বছরে একবার এসে সে যেমন-তেমন করে কাটিয়ে দিত চারটে দিন। ছেলেকে নিজে হাতেই খাওয়াত। কিন্তু ছেলে একবছর হল স্কুলে যাচ্ছে। নিজে হাতেই খায় এখন। আর বন্ধুদের দেখে দেখে ইতিমধ্যেই খাওয়া নিয়ে তার বায়নাক্কার অন্ত নেই। কিন্তু মুম্বাইয়ের সেইসব খাবার বর্ধমানের গ্রামে পাওয়া অসম্ভব। আর পুজোর বাড়িতে ছেলের জন্য আলাদা করে কিছু করে দেওয়াও অসম্ভব। ছেলেটাকে বুঝি পুজোর চারদিন না খেয়েই থাকতে হবে। এইটুকু বয়সেই যা জেদ আর বায়না।

বড়বৌ চম্পা, মৌমাকে দেখেই বোঝে আগেরবারগুলোর মতো সে যেন হাসিখুশি নয়, একটা সাজানো আলগা হাসি মুখে সাজিয়ে রেখেছে। আড়ালে ডেকে সবটা জেনে বলে, "তুই ওকে সবার সঙ্গে বসে খেতে দে। তারপর দেখ ম্যাজিক।"

সত্যিই যেন ম্যাজিক। যে ছেলে শাক-তরকারি পাতেও নেয় না। সে দিব্যি হাসিমুখে তার দাদা-দিদিদের সাথে বসে গল্পগুজব করতে করতে এটা কী, ওটা কী জিজ্ঞেস করে সব খেয়ে নিচ্ছে। এমনকি মাছের কাঁটাও নিজেই বেছে খাচ্ছে। এতটুকু বায়না করছে না। মৌমাকে অবাক হতে দেখে চম্পা বলল, "ছোট, ও আসলে জেদি নয় রে। ও যে ওর মতো কাউকে পায় না। তোরাও কাজেকর্মে ব্যস্ত থাকিস, তোদেরও সবসময় পায় না ঠিক মতো। একা থাকতে, একা খেতে ওর ইচ্ছে করে না। আজকালকার বাচ্চারা আসলে এভাবেই জেদি হয়ে যায়,  একাকিত্বে ভুগে। এটা আসলে তাদের রাগের, দুঃখের বহিঃপ্রকাশ। যেটা আমরা বুঝি না। ওর যখনই ছুটি থাকবে, এবার থেকে তোদের সুবিধা মতো সবার বাড়ি নিয়ে যাবি, দেখবি ও কত ভাল থাকবে।"

পুজোর এই অভিজ্ঞতা থেকে, মৌমা রাতুলের সঙ্গে কথা বলে এটাই সিদ্ধান্ত নিল, মিতুলের ছুটির সময় অ্যাডজাস্ট করে তারাও কয়েকদিনের ছুটি নিয়ে, তাকে আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে নিয়ে যাবে, যাতে করে ছোট্ট মিতুলের সার্বিক বিকাশ হয়, সে প্রকৃত মানুষ হয়ে ওঠে সম্পর্কের মূল্যায়নে।

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)