বাতায়ন/শারদ/গল্পাণু/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | গল্পাণু
অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য
মায়া
চায়ের দোকানের সামনে এসে সুতান দাঁড়াল। বেশ ভিড়। সুতান কিছুক্ষণ বিন বাজাল। খেলা
দেখাল সাপের। কিন্তু কেউ এক-দু টাকার বেশি দিল না। সুতান গুনে দেখল চোদ্দো টাকা। ভিতরের
রাগটাকে আর বশ মানাতে পারল না। দোকানের চায়ের ভাঁড়ের উপর একটা সাপ রেখে দিল। “একশো
টাকা না দিলে সাপ উঠাইব না।”
দীনা এতক্ষণ কিছু বলেনি। এবার তারও রাগ চড়ে গেছে। এখন ব্যবসার সময়। সাপ দেখলে
খদ্দের পালিয়ে যাবে। “এক্ষুনি সাপটাকে তুলেনে। নইলে পুলিশে খবর দেব।” পুলিশের নাম
শুনে সুতান দু’বার ঢোক গেলে। এমনিতেই এখন সাপ খেলা দেখানো বেআইনি। তবু নিজের জিদ
ধরে থাকে। “একশো টাকা দাও। এক্ষুনি চলি যাব।” ঝগড়ার মাত্রা বাড়তে থাকে। কিন্তু
সাপটা মরার মতো চুপ করে সেখানেই পরে থাকে। না পুলিশের আসার দরকার পড়ে না। কয়েক
মিনিটের মধ্যে ছেলের দল এসে সুতানকে উত্তম-মধ্যম দেয়। দোকানে পড়ে থাকা সাপটাকে
একটা ছেলে লেজ ধরে কোথায় নিয়ে চলে যায়। সুতান চিৎকার করতে থাকে “উয়াকে নি যাস না। বুড়া
সাপ, জঙ্গলে ছাড়লি পরে মরে যাবে। আমি টাকা চাই না। সাপটাকে দি যা।”
সমাপ্ত
No comments:
Post a Comment