বাতায়ন/শারদ/গল্পাণু/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | গল্পাণু
সমর আচার্য্য
বাতাসীর শরৎ কাল
শরৎ কাল এলেই বাতাসীর
মনটা ভারি হয়ে ওঠে।
নীল আকাশে সাদা পেঁজা
তুলো মেঘ ভেসে যেতে দেখলেই মনে পড়ে যায় মরদ তুফানের কথা। ওদের বাড়ির পাশ দিয়ে বয়ে
চলা চূর্ণী নদীর পাড়ে কত কাশবন, সাদা সাদা কাশফুলে ভরে ওঠে।
তার পরেই ওদের এক টুকরো
চাষের জমি। পাশেই বাবুদের বিরাট দিঘি। সেই দিঘিতে পদ্মফুল আর পদ্ম পাতায় ছাওয়া।
তুফান প্রতিবছর ঐ দিঘি থেকে পদ্ম ফুল তুলে দুর্গা পুজোর সময় বিক্রি করত। বেশ কিছু
পয়সা আসত। এই তো আর-বছর পদ্ম তুলতে গিয়ে কেউটের ছোবলে সব শেষ হয়ে গেল।
মা দুর্গা আসে। সবাই কত আনন্দ করে, কিন্তু বাতাসীর চোখের জল বন্ধ হয় না…
সমাপ্ত
No comments:
Post a Comment