বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতা
জ্যোৎস্না মন্ডল
দৃঢ়তা
কুহেলিকা,
প্রহেলিকা, মরীচিকা এসব শব্দগুলো আজ শুধু আমারই জন্য অপেক্ষমাণ
সুশোভিত জীবনের আকাঙ্ক্ষা থেকে নিজেকে বঞ্চিত করতে পারলে বেঁচে যাব এ যাত্রা
চলেছি এক বুক শূন্যতা নিয়ে…
যেতে হবে অনেক দূরে নদীর ও পাড়ে, সঙ্গে রয়েছে এতদিনের রক্ষিত সম্মান।
লালিত্য মাখা
শব্দচয়নগুলো আজ হতে চায় বন্য—
রুক্ষতা গ্রাস করে নেয় কোমল পেলবে মোড়া গোটা শরীর…
মায়াবী জোছনায় গা ভাসিয়ে দিতে মন চায় না আর
অনেক যুদ্ধ অনেক
লড়াই শেখায় শুধু দৃঢ়তা—
ক্রমশ ডুবে যাই ক্লান্তির অতলে, মুছে যায় মলিনতা…
একাই দাঁড়িয়ে থাকি পাহাড়-প্রমাণ।
সুশোভিত জীবনের আকাঙ্ক্ষা থেকে নিজেকে বঞ্চিত করতে পারলে বেঁচে যাব এ যাত্রা
চলেছি এক বুক শূন্যতা নিয়ে…
যেতে হবে অনেক দূরে নদীর ও পাড়ে, সঙ্গে রয়েছে এতদিনের রক্ষিত সম্মান।
রুক্ষতা গ্রাস করে নেয় কোমল পেলবে মোড়া গোটা শরীর…
মায়াবী জোছনায় গা ভাসিয়ে দিতে মন চায় না আর
ক্রমশ ডুবে যাই ক্লান্তির অতলে, মুছে যায় মলিনতা…
একাই দাঁড়িয়ে থাকি পাহাড়-প্রমাণ।
অনবদ্য উপস্থাপন
ReplyDelete