বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতাণু
শ্রীময়ী চক্রবর্তী
দূরত্ব ও আরও তিন
দূরত্ব
একটা সুগভীর দীর্ঘশ্বাস
জানিয়ে দিয়ে গেলো
অবোধ্য আমরা একে অন্যের কাছে
বারান্দা
ঘরের শ্রী বৃদ্ধি করেও
ব্রাত্যই থেকে যায় চিরকাল
মৃতদেহ
কোথাও পুড়িয়ে দেয়
হৃদয়
অন্যখানে আনন্দ যেন
ফল্গু নদীর ধারা
অনুভূতি
নিষ্পলক তার দিকে
চাইতেই
ব্যথাতুর দৃষ্টি
জল হয়ে ঝরে পড়ল
জানিয়ে দিয়ে গেলো
অবোধ্য আমরা একে অন্যের কাছে
ব্রাত্যই থেকে যায় চিরকাল
অন্যখানে আনন্দ যেন
ফল্গু নদীর ধারা
ব্যথাতুর দৃষ্টি
জল হয়ে ঝরে পড়ল
No comments:
Post a Comment