বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম
সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতা
বনশ্রী রায় দাস
আমুদে রহস্য
স্টেশনের পর স্টেশন
পেরিয়ে নিটোল জীবন
প্রদিক্ষণ করতে চেয়েছ ভিন গ্রহের মাঠে
সেখানে ছিল তেজি নক্ষত্রের আনাগোনা
কমলালেবুর সরস স্পর্শ আর
সহজ জলবায়ুর লিমেরিক…
ছড়ানো ছিটানো বড্ড
অবিন্যস্ত তুমি
আমাকে হাতের পুতুল করে নাচাতে চেয়েছ
অবুঝের পেন্ডুলামে আমিও ঘুরেছি কত সাগরবেলা…
কমলালেবুকে পরতে পরতে আবিষ্কার না করে
ছুরিকাঘাতে টুকরো করতে চাইলে তুমি
তখন চুপ থাকাটাই হল আমার বোকামি
দূরে সরে এসে শুধু
ছুঁয়ে দিতেই ছাই হল
রত্ন-সিংহাসন, বিগত শতাব্দীর আমুদে রহস্য
আর কয়েক লক্ষ টন মুখোশের ছলনা
আদিম-চাদর মুড়ি দিয়ে
ঘুমিয়ে পড়লে নিশ্চিন্তে দরজার বাইরে
তোমার অপেক্ষায় ভবিষ্যতের নির্ঘুমরাত
প্রদিক্ষণ করতে চেয়েছ ভিন গ্রহের মাঠে
সেখানে ছিল তেজি নক্ষত্রের আনাগোনা
কমলালেবুর সরস স্পর্শ আর
সহজ জলবায়ুর লিমেরিক…
আমাকে হাতের পুতুল করে নাচাতে চেয়েছ
অবুঝের পেন্ডুলামে আমিও ঘুরেছি কত সাগরবেলা…
কমলালেবুকে পরতে পরতে আবিষ্কার না করে
ছুরিকাঘাতে টুকরো করতে চাইলে তুমি
তখন চুপ থাকাটাই হল আমার বোকামি
রত্ন-সিংহাসন, বিগত শতাব্দীর আমুদে রহস্য
আর কয়েক লক্ষ টন মুখোশের ছলনা
তোমার অপেক্ষায় ভবিষ্যতের নির্ঘুমরাত
চমৎকার প্রকাশ
ReplyDelete