প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ওয়েটিং লিস্টে আছি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা রতনলাল আচার্য্য ওয়েটিং লিস্টে আছি ....

Saturday, November 11, 2023

মুদ্রা | তূয়া নূর

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
তূয়া নূর

মুদ্রা


মানুষ তো কত কিছুই গুছিয়ে রাখে সংগোপনে নিজের ভেতর
শিশুরা কেমন বেলা-অবেলায় সাজিয়ে রাখে পুতুলের ঘর,
থাকে সেখানে তার নরম হাতের ছোঁওয়া।

মানুষ তো কত কিছুই গুছিয়ে রাখে নিজের ভেতর,
এটা-সেটা, নিখাদ, ভেজাল স্মৃতি জাদুঘরের মতো সাজানো থাকে তকতকে প্রাচীন মুদ্রা
হাতের তালুতে রেখে কী দেখে চোখে এত কাছে এনে প্রত্নতাত্ত্বিকের মতো?
সময়ের উষ্ণতা অনুভব করে?
এই তার সারা জনমের সঞ্চয়।

রেশম কাপড়ের পাট খুলে কী বলে সে
বিড়বিড় করে কাঁপে তার হরিদ্রাভ ঠোঁট?
চোখ থেকে নেমে আসে দড়ি ছেঁড়া মানুষের ছবি।

চিহ্ন আঁকা রূপোর নিরেট মুদ্রাগুলো যেন তার টাঁকশালে গড়া
অসম জীবন-ব্যবস্থার ছাঁচে।

আপন্ন মানুষ গুছিয়ে রাখে কিছু ধাতব মুদ্রা
সময়ের
        অসময়ের
                 দুঃসময়ের।
বার বার উল্টে-পাল্টে দেখে হৃদয়ের পেলব তালুতে নিয়ে
আপন সিন্দুকে তুলে রাখে সে প্রত্নতাত্ত্বিক ক্রোধ।

2 comments:

  1. বাস্তব...... চমৎকার প্রকাশ

    ReplyDelete
  2. আহা কি অপূর্ব ছাঁচে নিজের সঞ্চিত সমগ্র ধন ঢেলে সাজিয়ে দিলে অনুভব ও অভিজ্ঞতার ডালিম ভরা সকশ কুসুম যা তুমি সমগ্র জীবন ধরে সঞ্চয় করেছো হৃদয়ের মনিকোঠাতে।
    ভীষণ ভাল্লাগলো এমন একটা লেখা পাঠ করে.

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)