প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ওয়েটিং লিস্টে আছি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা রতনলাল আচার্য্য ওয়েটিং লিস্টে আছি ....

Saturday, November 11, 2023

আশ্বিনের শেষে | উৎপলেন্দু দাস

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
উৎপলেন্দু দাস

আশ্বিনের শেষে


আশ্বিনের শেষে হিমেল কুয়াশা এসে নিশীথে
রমণ করে উন্মুখ ঘাসেদের সাথে  
তারপর ভোর হয়, চিহ্ন কিন্তু থেকে যায় মিলনের
সূর্য উপস্থিত হয়ে উষাকালে, বলে হে লজ্জাহীনা
দূর হও, কিছু না বলে কুয়াশা হেসে যায় চলে।

বসুন্ধরার কিছু নিজস্ব অনুচ্চারিত কথা থাকে 
জানে অন্তর্লীন কিছু অরণ্য, সমর্পিত জলাভূমি
বাঘ-বাঘিনি, হরিণ-হরিণী, সবুজ গাছ, উইয়ের ঢিপি,
উদাসীন নীলচে আকাশের মেঘমালা, উজ্জ্বল তারা
বলে যে যাই বলুক, ডেকে নেবো সন্ধ্যা হলে।

তাই আশ্লেষে এলিয়ে থাকে ঘাস, পেয়ে আশ্বাস
চিরন্তন ভালবাসার, অনুভবের মগ্নতায়
থাকে নীরব, কুয়াশা নিঃশব্দে শিশিরবিন্দু হয়ে
আসে যায় অনন্ত কাল, ঝরা পাতা বিছানো পথে
সিক্ত মাটি ডেকে নেয়, যে যায় অনুভূতির সন্ধানে।

3 comments:

  1. প্রকৃতির আঘ্রাণে,ছোঁয়ায়,বর্নে,গন্ধে এক অপূর্ব আবেশ,মায়াবী স্বপ্নালুতা ভরে রেখেছে কবিতাটির প্রতিটি শব্দ। 🙏🙏🍀

    ReplyDelete
  2. ধন্যবাদ জানাই আপনার ভালো লাগা এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য l

    ReplyDelete
  3. প্রাকৃতিক সম্ভারে অপূর্ব প্রকাশ

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)