বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
স্বাতী সাহা
এ ভাবেই রও
তুমি গেছ দূরে
তুমি গেছ ভুলে
তবু তুমি আমারই আছ
আমার পরানের পদ্ম বনে
তোমায় রেখেছি যতনে
রেখেছি আমার জীবন মরণে
বিনি সুতার মালার গেঁথে
এভাবেই রও আমার শ্বাসপ্রশ্বাসে
আমার কলমে রোজ রজনিতে।
তুমি গেছ ভুলে
তবু তুমি আমারই আছ
আমার পরানের পদ্ম বনে
তোমায় রেখেছি যতনে
রেখেছি আমার জীবন মরণে
বিনি সুতার মালার গেঁথে
এভাবেই রও আমার শ্বাসপ্রশ্বাসে
আমার কলমে রোজ রজনিতে।
No comments:
Post a Comment