প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ঝড় | টিকে থাকার সাধনা

বাতায়ন /ঝড়/ সম্পাদকীয়/ ৩ য় বর্ষ/ ১ ম সংখ্যা/ ১লা বৈশাখ,   ১৪৩ ২ ঝড় | সম্পাদকীয় টিকে থাকার সাধনা "প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন...

Thursday, May 23, 2024

মা | প্রদীপ সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

গল্পাণু

প্রদীপ সেন

মা


সীমা হঠাৎ করেই চলে গেল। তিন মাসের তুতুল খুব কাঁদে। অসীমের বন্ধুরা উপদেশ দেয় স্মৃতি আঁকড়ে না ধরে ছেলের কথা ভেবে আবার ছাদনাতলায় যেতে।

অসীম রাজি হয়নি। সীমা যে তার হৃদয়ের সবটা জুড়ে। ভবিষ্যতে কী হবে কে জানে! তবে বিচ্ছেদের দগদগে ঘা না শুকোতেই অসীম এখনই দ্বিতীয় বার মাথায় টোপর পড়বে না।
 
কিন্তু তুতুলকে কী করে শান্ত করবে সে? মায়ের দুধের বিকল্প হয় না। আজ দু বছর ধরে সালমা ঘরে বাইরে কাজ করে এখানে। অসীম তাকে বলে - ছেলের কান্না থামানো যাচ্ছে না, বোন। কিছু একটা করো।
 
সালমা কিছু একটা করেছে। তুতুলের কান্না থেমেছে। তার কাছে সীমা আর সালমার দুধ যে অভিন্ন অমৃত।
 

সমাপ্ত

1 comment:

১৪৩২-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)