বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
কালনিশা
শালিক ভেজা বালক
এক পায়ে শালিক নৌকার
পালে,
একা দাঁড়িয়ে ভাবুক মশাই।
চোখ দুটি মেলে চরের ধারে,
করছে আদর ছেলেকে চড়াই।
কালো মাথাটি ঘুরিয়ে
শালিক ভাবে,
মা আমারে খুব শাসায়।
মা কি আমায় সত্যি ভালবাসে?
মার তো ব্যথা মাজায়।
মা আমার দেয়নি কুটোটি
এনে,
সবার দেখি মা খাওয়ায়,
খড়কুটো, চাল ঠোঁটে মুখ দিয়ে
মা, আমি একটিবার চাই।
হঠাৎ করে নামল বৃষ্টি
জোরে,
শালিকের কোনো হুঁশ নাই।
হারানো মায়ের কথা পড়ল মনে,
তোরে কত করেছি দুচ্ছাই।
একা দাঁড়িয়ে ভাবুক মশাই।
চোখ দুটি মেলে চরের ধারে,
করছে আদর ছেলেকে চড়াই।
মা আমারে খুব শাসায়।
মা কি আমায় সত্যি ভালবাসে?
মার তো ব্যথা মাজায়।
সবার দেখি মা খাওয়ায়,
খড়কুটো, চাল ঠোঁটে মুখ দিয়ে
মা, আমি একটিবার চাই।
শালিকের কোনো হুঁশ নাই।
হারানো মায়ের কথা পড়ল মনে,
তোরে কত করেছি দুচ্ছাই।
No comments:
Post a Comment