বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
আশীষ হাজরা
এখন
কে যেন বলল
হৃদপিণ্ড নাকি খুলে রাখা যায়
দেওয়ালে ঝুলিয়ে রাখা যায়
পাতায় ঢাকা রাখা যায়।
এখন এসব জলভাত
আর তার জন্য
হজমের কোন গোলমাল হয় না
আর সব ইত্যাদির কাজকর্মগুলো
যেমন তেমন ঠিক চলে যাবে।
ও পাড়ার মুড়ি মাসি
সেদিন হাটে গেছল -মাত্র বিশ টাকা দরে
এক ঝুড়ি পাকস্থলী কিনে এনেছে,
বাড়িতে ফিরতে ছেলেমেয়েগুলো
আনন্দে নাচ করছে
কী খুশি কী খুশি।
হৃদপিণ্ড নাকি খুলে রাখা যায়
দেওয়ালে ঝুলিয়ে রাখা যায়
পাতায় ঢাকা রাখা যায়।
এখন এসব জলভাত
আর তার জন্য
হজমের কোন গোলমাল হয় না
আর সব ইত্যাদির কাজকর্মগুলো
যেমন তেমন ঠিক চলে যাবে।
ও পাড়ার মুড়ি মাসি
সেদিন হাটে গেছল -মাত্র বিশ টাকা দরে
এক ঝুড়ি পাকস্থলী কিনে এনেছে,
বাড়িতে ফিরতে ছেলেমেয়েগুলো
আনন্দে নাচ করছে
কী খুশি কী খুশি।
No comments:
Post a Comment