বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
তীর্থঙ্কর সুমিত
প্ল্যাটফর্ম
মাথা হেঁট করে, এক একটা গাছ পেরিয়ে
আমার আকাশ
চাঁদ ধোওয়া জ্যোৎস্নায় অপেক্ষা করে
স্মৃতি বিজরিত রোমন্থন
এক-একটা পায়ে নতুনের সংলাপ
আর বিগত দিনের কথন এখন
আমার আকাশ
চাঁদ ধোওয়া জ্যোৎস্নায় অপেক্ষা করে
স্মৃতি বিজরিত রোমন্থন
এক-একটা পায়ে নতুনের সংলাপ
আর বিগত দিনের কথন এখন
আস্ত একটা প্ল্যাটফর্ম।
No comments:
Post a Comment