বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
তন্ময় অধিকারী
মধ্যবিত্ত বাঙালি
অভাব, অভিযোগ, অনটন কভু,
পারেনি করতে আমায় রিক্ত
গর্বের সাথে আমি বলি তাই,
আমি ছাপোষা বাঙালি মধ্যবিত্ত
তোমার হাতের দুঃখ সিদ্ধ,
প্রতিদিন চেটেপুটে খাই
সংস্কৃতির চাটনি মাখা,
মোরা বাঙালি মধ্যবিত্ত ভাই
উদ্যোক্তা মোরা হব না কখনো,
আমরা ঐতিহাসিক কেরানি
অহংকারের সাথে গর্জে উঠি,
আমরা বাঙালি মধ্যবিত্ত শ্রেণী
মিতব্যায়ী হাসির উপাধি রয়েছে,
গন্ডার প্রজাতির গম্ভীর
সভামাঝে তাই বলে যায়,
মধ্যবিত্ত বাঙালি বীর
প্রেম-কামনা থাক বদ্ধ ঘরে,
প্রকাশ্য না করিব স্বীকার
মধ্যবিত্ত বাঙালি রূপেতে,
শ্লীলতার মানসিক বিকার
গ্রামে থেকেই প্রতিষ্ঠা এসেছে,
তবু হয়েছে গ্রামের বিস্মৃতি।
শিকড়ের স্মরণ নেব না আর,
এটাই মধ্যবিত্ত বাঙালি রীতি।
পারেনি করতে আমায় রিক্ত
গর্বের সাথে আমি বলি তাই,
আমি ছাপোষা বাঙালি মধ্যবিত্ত
প্রতিদিন চেটেপুটে খাই
সংস্কৃতির চাটনি মাখা,
মোরা বাঙালি মধ্যবিত্ত ভাই
আমরা ঐতিহাসিক কেরানি
অহংকারের সাথে গর্জে উঠি,
আমরা বাঙালি মধ্যবিত্ত শ্রেণী
গন্ডার প্রজাতির গম্ভীর
সভামাঝে তাই বলে যায়,
মধ্যবিত্ত বাঙালি বীর
প্রকাশ্য না করিব স্বীকার
মধ্যবিত্ত বাঙালি রূপেতে,
শ্লীলতার মানসিক বিকার
তবু হয়েছে গ্রামের বিস্মৃতি।
শিকড়ের স্মরণ নেব না আর,
এটাই মধ্যবিত্ত বাঙালি রীতি।
No comments:
Post a Comment