বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
শম্পা সামন্ত
অভিমান
কই, তখনো বলোনি তো
বন্ধু হবে না।
তখনো উষ্ণতা দেখেছি চোখে।
এখনো তো মনে মনে পড়ে ফেলি মুখ আমার মুখের দিকে নত।
এখনো পুরোনো সিগারেটের প্যাকেট যত্ন করে রাখি।
তখনো উষ্ণতা দেখেছি চোখে।
এখনো তো মনে মনে পড়ে ফেলি মুখ আমার মুখের দিকে নত।
এখনো পুরোনো সিগারেটের প্যাকেট যত্ন করে রাখি।
তোমার ছবি নিয়ে কাটি, আর
যোগ করি আমার ছবিতে।
স্মৃতির রঙে ভেসেছি আবার দ্যাখো
সব কিছু না রাখলেও রেখে গেছ হাসি।
স্মরণে যা প্রেম হয়ে ওঠে
ব্যাথা হয়ে ওঠে বার বার।
খাই শুই অসহায় কান্নাগুলো নিভৃতে সাজাই।
এখনো তোমার নাম ফুটে ওঠে স্লাইডিং মোডে।
কেন যে এত বেশি আসো আজকাল।
স্মৃতির রঙে ভেসেছি আবার দ্যাখো
সব কিছু না রাখলেও রেখে গেছ হাসি।
স্মরণে যা প্রেম হয়ে ওঠে
ব্যাথা হয়ে ওঠে বার বার।
খাই শুই অসহায় কান্নাগুলো নিভৃতে সাজাই।
এখনো তোমার নাম ফুটে ওঠে স্লাইডিং মোডে।
কেন যে এত বেশি আসো আজকাল।
ভালোই লাগলো।
ReplyDelete