বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
ত্রিলয়
১.
আবাস ছেড়ে চলে গেছে
অশ্বমেধের ঘোড়া।
নিদানকালের ধূসর আকাশ
ব্যথায় পাগলপারা।
২.
তোমার আশায় আর কতকাল
জ্বলবে ধ্রুবতারা।
আকাশ ভেঙে নামবে কবে
সুখের শ্রাবণধারা।
৩.
অসার জীবন অসার বিহার
অসার ফুলেল ফাগুন।
কে এসে নেভাবে বলো
জতুগৃহের আগুন?
আবাস ছেড়ে চলে গেছে
অশ্বমেধের ঘোড়া।
নিদানকালের ধূসর আকাশ
ব্যথায় পাগলপারা।
তোমার আশায় আর কতকাল
জ্বলবে ধ্রুবতারা।
আকাশ ভেঙে নামবে কবে
সুখের শ্রাবণধারা।
অসার জীবন অসার বিহার
অসার ফুলেল ফাগুন।
কে এসে নেভাবে বলো
জতুগৃহের আগুন?
No comments:
Post a Comment