বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
নবী হোসেন নবীন
বৃষ্টিভেজা কবিতা
ঘরের চাল চুঁইয়ে বৃষ্টির
জল পড়ে
যার বুকের উপর
সেই বোঝে বৃষ্টিতে ভেজা কতটা কষ্টকর।
বৃষ্টিতে ভিজে রান্নার লকড়ি কুড়ায়
যে কৃষাণীর দুহিতা
সে আর দুতলার ব্যালকনিতে বসে লেখা
বৃষ্টিভেজা কবিতা নহে সমতুল।
তার সর্বাঙ্গে লেপটে থাকা ভেজা কাপড়ের ভেতর
বন্দি আছে বাস্তবতার এক নির্মম ছবি
যেন পিরামিডের ভেতর পড়ে থাকা
ঐতিহাসিক মমি।
বৃষ্টিতে কবি খোঁজে কবিতার প্রাণ
বৃষ্টিভেজা কৃষকের নাকে আসে
ফসলের ঘ্রাণ।
যার বুকের উপর
সেই বোঝে বৃষ্টিতে ভেজা কতটা কষ্টকর।
বৃষ্টিতে ভিজে রান্নার লকড়ি কুড়ায়
যে কৃষাণীর দুহিতা
সে আর দুতলার ব্যালকনিতে বসে লেখা
বৃষ্টিভেজা কবিতা নহে সমতুল।
তার সর্বাঙ্গে লেপটে থাকা ভেজা কাপড়ের ভেতর
বন্দি আছে বাস্তবতার এক নির্মম ছবি
যেন পিরামিডের ভেতর পড়ে থাকা
ঐতিহাসিক মমি।
বৃষ্টিতে কবি খোঁজে কবিতার প্রাণ
বৃষ্টিভেজা কৃষকের নাকে আসে
ফসলের ঘ্রাণ।
ভালো ও বলিষ্ঠ কবিতা।
ReplyDeleteঅপূর্ব বাস্তবতার এক ছবি।
ReplyDelete