বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু
প্রবীর বন্দ্যোপাধ্যায়
অস্তরাগ ও অন্যান্য
বিকেল যেন বিষণ্ণ বাঁক
সন্ধ্যা উদাসীন
বালক কেবল একলা খোঁজে
লেবুতলার গন্ধ
আর্যা
শুভঙ্করের আর্যা জানে
শুদ্ধ পাঠশালা:
স্বপ্ন চূড়ো যেই ছুঁয়েছ
অপ্রসন্ন মুখের সারি
অনাত্মীয় বেলা।
ছাড়া
এখন পাড়া ভর্তি মানুষ
মানুষে নেই পাড়া
কারও কোনও দায় নেই
সবাই হাত-পা ঝাড়া!
পাওয়া
কত কিছু দিলে
নিঝুম মতো আড়াল দিলে
লজ্জা খোলার চাবি দিলে
এক সমুদ্র স্নান
আমি নিয়েছি অবিরত:
আমি দেব কী যে
আমি দিলাম নীল মাখানো
দিনের ছবি
তারাময় এক রাতের গীতি
ভবিষ্যতের ক্ষত!
সন্ধ্যা উদাসীন
বালক কেবল একলা খোঁজে
লেবুতলার গন্ধ
শুদ্ধ পাঠশালা:
স্বপ্ন চূড়ো যেই ছুঁয়েছ
অপ্রসন্ন মুখের সারি
অনাত্মীয় বেলা।
মানুষে নেই পাড়া
কারও কোনও দায় নেই
সবাই হাত-পা ঝাড়া!
নিঝুম মতো আড়াল দিলে
লজ্জা খোলার চাবি দিলে
এক সমুদ্র স্নান
আমি নিয়েছি অবিরত:
আমি দেব কী যে
আমি দিলাম নীল মাখানো
দিনের ছবি
তারাময় এক রাতের গীতি
ভবিষ্যতের ক্ষত!
No comments:
Post a Comment