প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Thursday, July 4, 2024

অস্তরাগ ও অন্যান্য | প্রবীর বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু

প্রবীর বন্দ্যোপাধ্যায়

অস্তরাগ ও অন্যান্য


অস্তরাগ
 
স্বপ্ন কিছু সাকার হলে
লম্বা হয় অনাত্মীয় বেলা
উঠোন থেকে চুরি যায়
দুপুরমণি রং
বিকেল যেন বিষণ্ণ বাঁক
সন্ধ্যা উদাসীন 
বালক কেবল একলা খোঁজে
লেবুতলার গন্ধ 
 
আর্যা
 
শুভঙ্করের আর্যা জানে
শুদ্ধ পাঠশালা:
স্বপ্ন চূড়ো যেই ছুঁয়েছ
অপ্রসন্ন মুখের সারি
অনাত্মীয় বেলা। 
 
ছাড়া
 
এখন পাড়া ভর্তি মানুষ 
মানুষে নেই পাড়া
কারও কোনও দায় নেই 
সবাই হাত-পা ঝাড়া!
 
পাওয়া
 
কত কিছু দিলে
নিঝুম মতো আড়াল দিলে
লজ্জা খোলার চাবি দিলে
এক সমুদ্র স্নান
আমি নিয়েছি অবিরত:
আমি দেব কী যে
আমি দিলাম নীল মাখানো
দিনের ছবি
তারাময় এক রাতের গীতি
ভবিষ্যতের ক্ষত!

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)