প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Friday, July 5, 2024

বাড়িটা | অনির্বাণ চ্যাটার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

অনির্বাণ চ্যাটার্জি

বাড়িটা


আমাদের পুরনো বাড়িটায় কতরকম গাছপালা
আর কত যে পাখি আসে
বাবুই, চড়ুই, কাঠঠোকরা, শালিক
বাবার ঠাকুরদা ছিলেন ব্রাহ্ম
 
বাড়িটা তিনি করিয়েছিলেন ফাঁকা জায়গায়
একশো বছরেরও বেশি আগে
সময়ের নিয়মে বাড়ির এখন বহু শরিক
 
সবাই নিজের ভাগ বুঝে নিতে চায়
বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি
 
কাটা ছেঁড়া করলে বাড়িটার মৃত্যু হবে
গাছপালা থাকবে না, পাখিরাও আসবে না
রাতের চাঁদ এসে বসবে না ছাদে
 
পবিত্রদা দেখে বলেছিলেন, এ তো কবির বাড়ি
জানি না কে আগে মরে যাবে
কবি না বাড়িটা।

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)