বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
তন্ময় কবিরাজ
জন্মান্তরে ভুল
ভুল পথ নিয়ে চলে যাবে দূরে
আমি অসহায়,
তোমারও থামতে চাওয়া বারণ—
বারবার ঝরে যায়
আমি বসন্তের বিকালে দেখি কালবৈশাখী
আমি ধ্বংসের ভ্রূণে চিৎকার করি
ভালবাসা বড় অভিশাপ আজ।
আমি অসহায়,
তোমারও থামতে চাওয়া বারণ—
আমি বসন্তের বিকালে দেখি কালবৈশাখী
আমি ধ্বংসের ভ্রূণে চিৎকার করি
ভালবাসা বড় অভিশাপ আজ।
No comments:
Post a Comment