বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
দেবযানী মহাপাত্র
রাশ
এসব ঘটনার মধ্যেই
ম্লান হয় পুঞ্জিভূত দ্রোহ
জীবন উন্মুখ সন্ধ্যা আসে
অল্পসল্প অবসন্নতা কাটিয়ে উঠতে
তার আশ্রয় হয়ে উঠছে অন্ধকার
এখন তন্দ্রা যাওয়া যেতেই পারে
তবু ফুটন্ত ভাতের ঘ্রাণ ছিন্ন করে ঘুম ও অন্ধকার
সবকটি চোখ আপাতত স্লোগান দিচ্ছে।
স্লোগান বলতে, উপবাস ঘুচে যাক।
এখন আলো মানেই শিশুর
চোখ,
সবকটি চোখ
ঈশ্বর।
যা-কিছু দৃশ্যমান তা তাঁর লীলা
তারও পরে যতটা আড়াল
তার রাশও টেনে রেখেছেন তিনি।
ম্লান হয় পুঞ্জিভূত দ্রোহ
জীবন উন্মুখ সন্ধ্যা আসে
অল্পসল্প অবসন্নতা কাটিয়ে উঠতে
তার আশ্রয় হয়ে উঠছে অন্ধকার
এখন তন্দ্রা যাওয়া যেতেই পারে
তবু ফুটন্ত ভাতের ঘ্রাণ ছিন্ন করে ঘুম ও অন্ধকার
সবকটি চোখ আপাতত স্লোগান দিচ্ছে।
স্লোগান বলতে, উপবাস ঘুচে যাক।
তারও পরে যতটা আড়াল
তার রাশও টেনে রেখেছেন তিনি।
অসূ
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete