প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Wednesday, January 22, 2025

রাশ | দেবযানী মহাপাত্র

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

দেবযানী মহাপাত্র

রাশ


আগুন ও ধোঁয়ার বিবাদও মিটে যায় একসময়
দেখা হয়ে যাওয়ার নিরলস চেষ্টায়
একদিন ওদের দেখা হয়
এসব ঘটনার মধ্যেই
ম্লান হয় পুঞ্জিভূত দ্রোহ 
জীবন উন্মুখ সন্ধ্যা আসে
অল্পসল্প অবসন্নতা কাটিয়ে উঠতে
তার আশ্রয় হয়ে উঠছে অন্ধকার
এখন তন্দ্রা যাওয়া যেতেই পারে
তবু ফুটন্ত ভাতের ঘ্রাণ ছিন্ন করে ঘুম ও অন্ধকার 
সবকটি চোখ আপাতত স্লোগান দিচ্ছে
স্লোগান বলতে, উপবাস ঘুচে যাক। 
 
এখন আলো মানেই শিশুর চোখ,
সবকটি চোখ ঈশ্বর।  
 
যা-কিছু দৃশ্যমান তা তাঁর লীলা
তারও পরে যতটা আড়াল
তার রাশও টেনে রেখেছেন তিনি
 

2 comments:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)