বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
প্রিয়াঙ্কা
চক্রবর্তী
প্রেমকুঞ্জবন
এক
অভূতপূর্ব অনুভূতি;
চেয়ে আছি
আকাশের দিকে,
কবরীতে গোলাপ
ফুলের
সুবাসিত রূপ লাবণ্য;
দুজনেই
হারিয়ে গেছি,
পূর্ণিমার
চাঁদের আলোয়,
মনের মধ্যে প্রেমকুঞ্জবনে...
সুবাসিত রূপ লাবণ্য;
No comments:
Post a Comment