প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Wednesday, February 12, 2025

তিশানের নারী | অর্ণব সামন্ত

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
অর্ণব সামন্ত
 
তিশানের নারী
 

তিশানের নারীর মতন বিকেল আসে 
বাস্তুভিটের ঝাউবনে, প্রান্তরের সবুজ ঘাসে
বায়বীয় নারী হয়ে ইছামতী উড়াল দিলেই
ভাঙা চালে ভাঙা ঘরে এসে হাজির কিশোরীজোছনা

রোদ্দুরের ক্রোধ বাড়ে স্রোতস্বিনী প্রশমিত করে
 
ফল্গুস্রোতে চুবিয়ে রাখে বেদম ভালবাসা
অলৌকিক জলযানে চলে যায় জলের গহিনগভীরে
নিমজ্জনে নিমজ্জনে ডুবুরি তুলে আনে অমল ভাসান
আশ্লেষ ও আবেশের দ্বিপদের তরকারি দিয়ে 
শিউলি সাদা ভাত বাড়ে নারীমাতৃক সভ্যতা তীরে 
সমুদ্র শুকিয়েছে তার তবু জীবন্ত ভিসুভিয়াস 
মগ্নমুগ্ধ করে রাখে লাভার মতন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে জড়িয়ে 
বহমান জীবনে লাবণ্য ফুরালেও আগুন থাকাটা জরুরি
সেই টেনে নেয় মাধ্যাকর্ষণে, সেই দেয় মুক্তিবেগের ডানা
সেজানের সাত স্তর খুঁড়ে খুঁড়ে রেমব্রান্টের আলো 
কথ্য সর্বনামে ডাকে হৃদয়ের ঈশ্বরী দরজা খুলে 
ব্যালকনিতে জ্যোৎস্না নামে আড়ি নয় ভাব করতে এসে 
দেরাজে রেখেছে সুখ পরজন্মের জাতককে নিয়ে 
রামধনু কেশে তার সৃজনের বৃষ্টি বিন্দু বিন্দু লেগে 
তখনি জেনেছে সর্বনাশের পরবর্তী সর্বপ্রাপ্তির অমৃতযোগ!
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)