বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
অর্ণব
সামন্ত
তিশানের
নারী
ফল্গুস্রোতে চুবিয়ে রাখে বেদম ভালবাসা
অলৌকিক জলযানে চলে যায় জলের গহিনগভীরে
নিমজ্জনে নিমজ্জনে ডুবুরি তুলে আনে অমল ভাসান
আশ্লেষ ও আবেশের দ্বিপদের তরকারি দিয়ে
শিউলি সাদা ভাত বাড়ে নারীমাতৃক সভ্যতা তীরে
সমুদ্র শুকিয়েছে তার তবু জীবন্ত ভিসুভিয়াস
মগ্নমুগ্ধ করে রাখে লাভার মতন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে জড়িয়ে
বহমান জীবনে লাবণ্য ফুরালেও আগুন থাকাটা জরুরি
সেই টেনে নেয় মাধ্যাকর্ষণে, সেই দেয় মুক্তিবেগের ডানা
সেজানের সাত স্তর খুঁড়ে খুঁড়ে রেমব্রান্টের আলো
কথ্য সর্বনামে ডাকে হৃদয়ের ঈশ্বরী দরজা খুলে
ব্যালকনিতে জ্যোৎস্না নামে আড়ি নয় ভাব করতে এসে
দেরাজে রেখেছে সুখ পরজন্মের জাতককে নিয়ে
রামধনু কেশে তার সৃজনের বৃষ্টি বিন্দু বিন্দু লেগে
তখনি জেনেছে সর্বনাশের পরবর্তী সর্বপ্রাপ্তির অমৃতযোগ!
তিশানের
নারীর মতন বিকেল আসে
বাস্তুভিটের
ঝাউবনে, প্রান্তরের
সবুজ ঘাসে
বায়বীয়
নারী হয়ে ইছামতী উড়াল দিলেই
ভাঙা চালে
ভাঙা ঘরে এসে হাজির কিশোরীজোছনা
ফল্গুস্রোতে চুবিয়ে রাখে বেদম ভালবাসা
অলৌকিক জলযানে চলে যায় জলের গহিনগভীরে
নিমজ্জনে নিমজ্জনে ডুবুরি তুলে আনে অমল ভাসান
আশ্লেষ ও আবেশের দ্বিপদের তরকারি দিয়ে
শিউলি সাদা ভাত বাড়ে নারীমাতৃক সভ্যতা তীরে
সমুদ্র শুকিয়েছে তার তবু জীবন্ত ভিসুভিয়াস
মগ্নমুগ্ধ করে রাখে লাভার মতন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে জড়িয়ে
বহমান জীবনে লাবণ্য ফুরালেও আগুন থাকাটা জরুরি
সেই টেনে নেয় মাধ্যাকর্ষণে, সেই দেয় মুক্তিবেগের ডানা
সেজানের সাত স্তর খুঁড়ে খুঁড়ে রেমব্রান্টের আলো
কথ্য সর্বনামে ডাকে হৃদয়ের ঈশ্বরী দরজা খুলে
ব্যালকনিতে জ্যোৎস্না নামে আড়ি নয় ভাব করতে এসে
দেরাজে রেখেছে সুখ পরজন্মের জাতককে নিয়ে
রামধনু কেশে তার সৃজনের বৃষ্টি বিন্দু বিন্দু লেগে
তখনি জেনেছে সর্বনাশের পরবর্তী সর্বপ্রাপ্তির অমৃতযোগ!
No comments:
Post a Comment