বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতাণু
আবদুস সালাম
পড়শি কথা ও অন্যান্য
পড়শি কথা
প্রচেষ্টা
সামাজিক নদী
প্রবাহিত হলে
টুকরো টুকরো দুঃখরা ভেসে যায় ঘোলা জলে
সবুজ কালিতে লিখে রাখি আবেদন
বুক সমান
ইচ্ছেগুলো পদচিহ্ন এঁকে রাখে নদী পাড়ে
যন্ত্রণারা
আস্ফালন করে
অজান্তেই
দীর্ঘশ্বাস বাড়ে
সংকোচ দানা বাঁধে বিধ্বস্ত পাড়ায়
সরু হয়ে আসে বিকেল
ঝরে পড়ে দহনের অক্ষরকথা
বুকের ভিতর যন্ত্রণা
করে আস্ফালন
ভেসে আসে ঝরা পাতাদের আর্তনাদ
নারী
আপস রঙের বিছানায় ওরা শোয়
ওরা খায় আপস রঙের শরবত
ভাল আছি
বলতে বলতে ভাল থাকা শিখে নেয়
এভাবেই খুকি থাকতে থাকতে ওরা নারী হয়ে যায়
আবদুস সালাম
ভিন্নতর
আস্বাদ মেখে বুনে দিই কষ্টকথা
পড়শি বাড়ির প্রশ্নবাণ ছুটে আসে প্রতীক্ষার জানালায়
ভেসে যায়
উদাসীন নির্মাণ
টুকরো টুকরো দুঃখরা ভেসে যায় ঘোলা জলে
সবুজ কালিতে লিখে রাখি আবেদন
সংকোচ দানা বাঁধে বিধ্বস্ত পাড়ায়
সরু হয়ে আসে বিকেল
ঝরে পড়ে দহনের অক্ষরকথা
ভেসে আসে ঝরা পাতাদের আর্তনাদ
ওরা খায় আপস রঙের শরবত
এভাবেই খুকি থাকতে থাকতে ওরা নারী হয়ে যায়
ধন্যবাদ জানাই বাতায়নের সকল কর্মকূশলীবৃন্দ কে
ReplyDeleteবাতায়নের সকল কর্মকূশলীবৃন্দ কে ধন্যবাদ জানাই। একগুচ্ছ কবিতা এই সংখ্যা তে রাখার জন্য
ReplyDelete