বাতায়ন/দহন/কবিতা/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
উৎপলেন্দু দাস
দহন
পেরিয়ে
দহন | কবিতা
উৎপলেন্দু দাস
দহনে
দগ্ধ হতে হতে
চোখ
খুঁজে ফিরুক আকাশে স্নিগ্ধ মেঘের ছায়া
নিয়ে
আসুক প্রাণ জুড়ানো বৃষ্টির আশ্বাস
শুকনো
গরম বাতাস ফিরে যাক মরুভূমিতে
থেমে
যাক তাপপ্রবাহ সবুজ ঘাসের দেশে
হে দিবাকর তুমি শান্ত হও
হে সাগর তুমি সদয় হও
হে পবন তুমি ঝড় হয়ে বও
দহন পেরিয়ে বৃষ্টি স্নানে ভিজে যেতে চায় ধরিত্রী
পছন্দ করে না মানুষের অশ্লীল আস্ফালন।
হে দিবাকর তুমি শান্ত হও
হে সাগর তুমি সদয় হও
হে পবন তুমি ঝড় হয়ে বও
দহন পেরিয়ে বৃষ্টি স্নানে ভিজে যেতে চায় ধরিত্রী
পছন্দ করে না মানুষের অশ্লীল আস্ফালন।
বাতায়ন
খুলে চোখ মেলে অপেক্ষায় থাকি আমি
উপায় দেখি না আর
শুধু সান্ত্বনা খুঁজি এটুকু জেনে
কোনো দহন কোনো কালেই চিরস্থায়ী বন্দোবস্ত নয়।
উপায় দেখি না আর
শুধু সান্ত্বনা খুঁজি এটুকু জেনে
কোনো দহন কোনো কালেই চিরস্থায়ী বন্দোবস্ত নয়।
অপূর্ব
ReplyDelete