প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Monday, May 19, 2025

আস্ফালন | মহুয়া গাঙ্গুলী

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মহুয়া গাঙ্গুলী
 
আস্ফালন
 

প্রলেপে থাক নাহয় কিছু ব্যথা,
প্রলাপের কিছু কথাতেই আজও জীবন গাঁথা।
ধন্দে থাকাগুলো ধাঁধানো আলোর ধাঁচে,
সরকিছু আড়াল রেখে ভালোলাগায় মাতে।

 
খুনসুটিগুলো খুঁজতেই তখন পাতাবাহার সাজে ;
আবার কখনও তীব্র দহন, রোদ্দুর মেঘে ঢেকে
শ্রাবণ ধোয়া সবুজ শরীর, নোনতা অসুখ মুছে,
ধুচ্ছে শরীর গড়ছে মন, পুড়ছে ততই তাপে!
 
অন্য শ্রাবণ অবুঝ ততই, ঋতুর টানেই ভাসে।
একটু আগুন, হয়তো তাপে ভেজা শুধুই শরীর,
মনের মাঝে, পেটের ফাঁকে, বেড়েই চলে খিদে,
হঠাৎই এক ভাটার নদী পুরোনো স্রোতের টানে!
 
এক্কা-দোক্কা একটা জীবন ঘুঁটির চালেই ফেরার...
 
অসীম আকাশ লালচে রং গোধুলি বলি যাকে,
মাঝামাঝি চালসে চোখ, আকাশ দেখছে ভুলে।
কখন যেন পাশ ফিরেছে অসময়ের এক সময়,
এক পশলা ভিজিয়ে আকাশ, চাতকী তৃষ্ণা মেটায়।
 

4 comments:

  1. ভালো কবিতা।
    কবিকে ধন্যবাদ।

    ReplyDelete
  2. ধন্যবাদ অশেষ 🙏🏻

    ReplyDelete
  3. খুব সুন্দর লাগলো

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)