বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মহুয়া গাঙ্গুলী
আস্ফালন
খুনসুটিগুলো খুঁজতেই তখন
পাতাবাহার সাজে ;
আবার কখনও তীব্র দহন, রোদ্দুর মেঘে ঢেকে
শ্রাবণ ধোয়া সবুজ শরীর, নোনতা অসুখ মুছে,
ধুচ্ছে শরীর গড়ছে মন, পুড়ছে ততই তাপে!
অন্য শ্রাবণ অবুঝ ততই, ঋতুর টানেই ভাসে।
একটু আগুন, হয়তো তাপে ভেজা শুধুই শরীর,
মনের মাঝে, পেটের ফাঁকে, বেড়েই চলে খিদে,
হঠাৎই এক ভাটার নদী পুরোনো
স্রোতের টানে!
এক্কা-দোক্কা একটা
জীবন ঘুঁটির চালেই ফেরার...
অসীম আকাশ লালচে রং গোধুলি বলি
যাকে,
মাঝামাঝি চালসে চোখ, আকাশ দেখছে ভুলে।
কখন যেন পাশ ফিরেছে অসময়ের এক সময়,
এক পশলা ভিজিয়ে আকাশ, চাতকী তৃষ্ণা মেটায়।
দহন | কবিতা
মহুয়া গাঙ্গুলী
প্রলেপে থাক নাহয় কিছু ব্যথা,
ধন্দে থাকাগুলো ধাঁধানো আলোর
ধাঁচে,
শ্রাবণ ধোয়া সবুজ শরীর, নোনতা অসুখ মুছে,
একটু আগুন, হয়তো তাপে ভেজা শুধুই শরীর,
কখন যেন পাশ ফিরেছে অসময়ের এক সময়,
সুন্দর
ReplyDeleteভালো কবিতা।
ReplyDeleteকবিকে ধন্যবাদ।
ধন্যবাদ অশেষ 🙏🏻
ReplyDeleteখুব সুন্দর লাগলো
ReplyDelete