প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Monday, May 19, 2025

শীতলতার খোঁজে | প্রতীতি সরকার

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
প্রতীতি সরকার
 
শীতলতার খোঁজে
 

একটু শীতলতার খোঁজে
হন্যে হয়ে শহরের আনাচেকানাচে
সমস্ত কলতলিতে গা ধুয়েছি-
আশেপাশের গাঁয়েগঞ্জে
ছোটবড় সব পুকুরেই ডুব দিয়েছি-
সারারাজ্য জুড়ে যত নদী বয়ে গেছে
সাঁতার কেটেছি দীর্ঘকাল তাদের শরীরে-
পৃথিবীর সমস্ত সাগরের নোনা জলে
ভেসে থেকেছি অগুনতি বেলা-

 
অথচ কোথাও এতটুকু শীতলতা ছুঁতে পারেনি
আমার আগুনে ঝলসানো তপ্ত কপাল
না পেরে শেষঅবধি
এভারেস্টের বরফের চাঁইয়ে কপাল ঘষেছি
তবুও ধর্মের লড়াইয়ে সব খোয়ানো
আমার পোড়া কপালে এখনও ফোস্কা টলটলে
 
আমার অদৃষ্টের তাপে এভারেস্টের বরফ গলে
সমুদ্রে মিশে যাচ্ছে
 

1 comment:

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)