বাতায়ন/দহন/কবিতা/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
জ্যোৎস্না মন্ডল
দহন
স্বপ্নের হাওয়াই গাড়িতে
মনের মানুষটার সঙ্গে
দিয়েছিলাম পাড়ি পাহাড়ের কোলে,
গোলাপ বাগানের স্নিগ্ধ রঙে
মিশে গিয়েছিল আমাদের পবিত্র ভালোবাসা,
আটকে যেত প্রতিদিন অবশ মন
মন্ত্র মুগ্ধতার মায়াজালে,
তার সঙ্গে বিনিদ্র রজনি কাটাবো
প্রতিদিন
ছিল প্রবল আকাঙ্ক্ষা আর গভীর প্রত্যাশা।
চলছিল বেশ দিনগুলি
রঙিন স্বপ্নের মোহাবেশে,
ভাবতাম চিরসুখী আমি
এ ধরণীর বুকে,
ঝড়ের মতো কোথা থেকে ধেয়ে এল
এক ঝাঁক কালো হিংস্র দানব মানুষের বেশে,
কালো থাবা এসে পড়ল
সুসজ্জিত প্রেমের উপচে পড়া সুখে।
দুমড়ে মুচড়ে তছনছ হয়ে গেল
গোটা জীবন এক নিমেষে,
চেয়ে আছি প্রাণের মানুষটার
নিষ্প্রাণ করুণ মুখে,
কিংকর্তব্যবিমূঢ় হয়ে কেটে
যায়
অনেকটা সময় তার দেহের পাশে,
অজানা আতঙ্কে দহন জ্বালায়
যা কিছু সুখস্মৃতি মিশে গেল চিরদুঃখে।
দহন | কবিতা
জ্যোৎস্না মন্ডল
মনের মানুষটার সঙ্গে
দিয়েছিলাম পাড়ি পাহাড়ের কোলে,
মিশে গিয়েছিল আমাদের পবিত্র ভালোবাসা,
মন্ত্র মুগ্ধতার মায়াজালে,
ছিল প্রবল আকাঙ্ক্ষা আর গভীর প্রত্যাশা।
রঙিন স্বপ্নের মোহাবেশে,
এ ধরণীর বুকে,
এক ঝাঁক কালো হিংস্র দানব মানুষের বেশে,
সুসজ্জিত প্রেমের উপচে পড়া সুখে।
গোটা জীবন এক নিমেষে,
নিষ্প্রাণ করুণ মুখে,
অনেকটা সময় তার দেহের পাশে,
যা কিছু সুখস্মৃতি মিশে গেল চিরদুঃখে।
No comments:
Post a Comment