প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

কিছু কিছু দুঃস্বপ্ন... | রতনলাল আচার্য্য

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
রতনলাল আচার্য্য
 
কিছু কিছু দুঃস্বপ্ন...
 
পৃথিবীটা পুড়ছে যখন পুড়ুক; এসো আমরা বসে খোয়াব দেখি উত্তরণের। এই দাবানলে জ্বলবে না প্রণয়ের চিরকুট। স্বপ্নেরা পোড়ে না; আবার নজরবন্দিও হয় না। আমাদের চেতনায় এখন মধ্যরাতের চাঁদ। শিয়রে এসে দাঁড়িয়ে আছেন নটরাজ নিজেই। শয়তানটা পাহারায় থাকুক স্বর্গ উদ্যানে। সূর্যকে মুখোশ পরিয়ে লিখে নাও জীবনের দলিল। আমরা ঠিক সাঁতরিয়ে চলে যাবো ওপারে...
 
ওই যে দূরে নিঃসঙ্গ গাছটি একা দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে তার আজ আর কিছুই বলার নেই। সে এখন একা, মূক বধির। সে বোঝে না আহ্নিক গতির কার্যকারণ; সময়ের দাবি। আজ সবকিছুই অসার তার কাছে। একদিন বসন্ত এসে তাকেও নিমন্ত্রণ করেছিল চাঁদের হাটে। সেসবই আজ দেরাজে টাঙানো নিথর ছবি...
 
মানুষের খোঁজেই পার করেছি চল্লিশটি বসন্ত। দ্বাদশ রবির জীবন্ত আলেয়ায় মূর্ত হয়নি চাঁদের মুখ। দুঃস্বপ্নরা আজ তাড়া করে মাঝরাতে। তোমাদের অনুমান এখনও সন্ধ্যারাতের মতোই অজ্ঞ। দুর্যোগের শেষটায় আমিও ছিলাম আলোর মিছিলে। চিনতে পারলাম কই নিয়তির নীলাঞ্জনকে...
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)