বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
বিমান মৈত্র
বিকল্প
মেধার কথা ভাবো
শিড়দাঁড়া বেয়ে মাকড়সার
পদচারণা
তোমার উচ্চাঙ্গ সংগীতের বিষন্ন রাতে...
কোন এক গ্যাস উনুনের কাছে
আত্মসমর্পণের সময় সমব্যথী
আঁচলের কথা মনে পড়ে
ঘাম ও রক্তের সাথী
তোমার পূজার ছলে
তোমাকে সততই মনে রাখি
এই বিশেষ অর্থবহ উপনিবেশের
পাদদেশে
বাগদান সম্প্রদানের পর
আমাদের যাত্রা হলো শুরু
বালির কাঠের নাও
যাবে যেথা যেতে চাও
এরপর বাকি থাকে মারীচ সংবাদ
(২)
ডিভোর্স | কবিতা
বিমান মৈত্র
(১)
তোমার উচ্চাঙ্গ সংগীতের বিষন্ন রাতে...
কোন এক গ্যাস উনুনের কাছে
আত্মসমর্পণের সময় সমব্যথী
আঁচলের কথা মনে পড়ে
ঘাম ও রক্তের সাথী
তোমার পূজার ছলে
তোমাকে সততই মনে রাখি
বাগদান সম্প্রদানের পর
আমাদের যাত্রা হলো শুরু
বালির কাঠের নাও
যাবে যেথা যেতে চাও
এরপর বাকি থাকে মারীচ সংবাদ
ও ভাই কর্ণধার
... ভাবো রোদে পোড়া তরল দুপুর
ভাবো চিতা, ভাবো ছাই
ইহার জন্মের আগে
অ-গণিত করগোনা তালুর কবর
ভাবো মেঘের কিংশুক থেকে সাদা পাতা
কবিতার ভ্রুণের মোচন স্বস্তিকা
ভাবো দাহকর্ম – ভাবো ধর্ষকের অবাধ আবাদ
ভাবো মারীচের প্রকৃত ঘাতক
শুধু তার নাম ধরে ডাকো
ঈশ্বরের অস্ত্রাগার বিকল্প মেধার
No comments:
Post a Comment