বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
বাসুদেব বন্দ্যোপাধ্যায়
যোদ্ধা
ক)
শীর্ণকায় লোকটি
হাওয়ার গতিতে চলেন
পড়ে যাবেন বলেই অনুমান হয়...
ওনার উঠে দাঁড়ানোটা দেখতে
কত শুকতারা
রক্তিম সূর্য বেরিয়ে পড়ে...
...........................................
খ)
ওনার কান্নায়
কত কোলবালিশ
নদী-নালা,
সমুদ্র বয়...
ওনার হাসিতে কত
আকাশ-বাতাস,
উদাসী গলি
নর-নারায়ণ অবধি হাসে...
ডিভোর্স | কবিতা
বাসুদেব বন্দ্যোপাধ্যায়
হাওয়ার গতিতে চলেন
পড়ে যাবেন বলেই অনুমান হয়...
কত শুকতারা
রক্তিম সূর্য বেরিয়ে পড়ে...
...........................................
খ)
ওনার কান্নায়
কত কোলবালিশ
নদী-নালা,
আকাশ-বাতাস,
নর-নারায়ণ অবধি হাসে...
No comments:
Post a Comment