প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Saturday, July 26, 2025

কাঁটা | সুদীপা বর্মণ রায়

বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | গল্পাণু
সুদীপা বর্মণ রায়
 
কাঁটা

"আইনি লড়াইয়ের জাঁতাকলে পিষে ছেলেও তখন যান্ত্রিক মানুষ। নরম লতাগুল্ম শুকিয়ে বেড়ে উঠতে লাগল কর্কশ কোন বিষাক্ত গাছ— মানবিকতাবিহীনঅনুভূতিহীন।"


-জন্ম থেকে মনের মতো গড়লাম ছেলেকে। যখন বিবাহবিচ্ছেদ নিশ্চিত, তুমি ছেলেকে যেতে দেবে না?


-ও যেভাবে প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে, সাধারণভাবে জীবনযাপন মেনে নিতে পারবে? তুমি ভরতুকিও নেবে না
-যার জীবনযাপন রীতির বিরুদ্ধে বিচ্ছেদ চাইছি তার থেকেই ভরতুকি? বুটিকের ব্যবসা করে ঠিকই মানুষ করতে পারব ছেলেকে। চোখের সামনে থাকবে। তুমি ওর অনুভূতি বুঝে ওকে মানুষ করতে পারবে না। সবটুকু কাজের লোক বা পয়সা দিয়ে হয়? ও নরম মনের ছেলে।
বিচ্ছেদের পর টাকার জোরে ছেলের দায়িত্ব পেলো বাবা। কিন্তু আইনি লড়াইয়ের জাঁতাকলে পিষে ছেলেও তখন যান্ত্রিক মানুষ। নরম লতাগুল্ম শুকিয়ে বেড়ে উঠতে লাগল কর্কশ কোন বিষাক্ত গাছ— মানবিকতাবিহীন, অনুভূতিহীন।
 
সমাপ্ত

2 comments:

  1. বাস্তব এমনটাই

    ReplyDelete
  2. অপূর্ব লেখা। শব্দ চয়ন অসাধারণ।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)