প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

চুম্বন | পম্পা ঘোষ

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
পম্পা ঘোষ
 
চুম্বন
 

মুখ তাঁর আশ্চর্য থমথমে, চোখের ভাষা দুর্বোধ্য
সহসা অবনত ওষ্ঠাধরে
প্রজ্বলিত আলোক চুম্বন।


অলৌকিক আনন্দে ভরেছিল মন।
এক তন্দ্রাচ্ছন্ন ঘোর
লেগে আছে আজও চোখে মুখে
সিঁথিতে সিঁদুরের স্পর্শ লাগা আছে কারো
তবুও
রমণী দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
ঊর্ধ্বলোকে যাত্রার অনন্ত জীবন করে আস্বাদন।
দ্বিধা করেনি একবিন্দুও
নাটকীয় ঢং নয়
সতী যেমন পতি পরমেশ্বরের জন্য নিজেকে অগ্নিতে নিক্ষেপ করতে দ্বিধা করেনি।
ঠিক তেমন।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)