বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
পম্পা ঘোষ
চুম্বন
ডিভোর্স | কবিতা
পম্পা ঘোষ
মুখ তাঁর আশ্চর্য থমথমে, চোখের ভাষা দুর্বোধ্য
সহসা অবনত ওষ্ঠাধরে
প্রজ্বলিত আলোক চুম্বন।
অলৌকিক আনন্দে ভরেছিল মন।
এক তন্দ্রাচ্ছন্ন ঘোর
লেগে আছে আজও চোখে মুখে
সিঁথিতে সিঁদুরের স্পর্শ লাগা আছে কারো
তবুও
রমণী দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
ঊর্ধ্বলোকে যাত্রার অনন্ত জীবন করে আস্বাদন।
দ্বিধা করেনি একবিন্দুও
নাটকীয় ঢং নয়
সতী যেমন পতি পরমেশ্বরের জন্য নিজেকে অগ্নিতে নিক্ষেপ করতে দ্বিধা করেনি।
ঠিক তেমন।
No comments:
Post a Comment