বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স
| গল্পাণু
তপন
চক্রবর্তী
ডিভোর্স
"রূপম পারিবারিক অশান্তিতে মাতাল হয়ে শান্তি খোঁজে। অবশেষে রূপা রূপমকে ডিভোর্স দিয়ে ছেলেকে নিয়ে একটা পার্লার খুলে দিনযাপন করে।"
কথায় বলে সুখে খেতে ভূতে কিলোয়। রূপা মা-বাপের অমতে রূপমকে ভালবেসে বিয়ে করে যে ভুল করেছিল তার মাশুল দিতে গিয়ে জীবন শেষ হয়ে গেল। বিয়ের পরে এক ছেলে জন্ম নিলে রূপার জীবনে অমাবস্যা নেমে আসে।
রূপমের আর্থিক অনটনে রূপার মোহভঙ্গ ঘটে। রূপম পারিবারিক অশান্তিতে মাতাল হয়ে
শান্তি খোঁজে। অবশেষে রূপা রূপমকে ডিভোর্স দিয়ে ছেলেকে নিয়ে
একটা পার্লার খুলে দিনযাপন করে। রূপা মা-বাপের কাছে ফিরে
যেতে পারে না। ছেলের কথা ভেবে।
রূপা আর দ্বিতীয়বার বিয়ের কথা
ভাবতেই পারে না। এভাবেই পাপের প্রায়শ্চিত্ত করে তাকে ভুলের মাশুল দিতে হল।
সমাপ্ত
বাস্তব
ReplyDelete