বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স
| গল্পাণু
শম্পা
ভট্টাচার্য্য
চেষ্টাতেই
দুঃখের বিনাশ হয়
"আজ সকালে, আবারও পাখিটি ধৈর্য ও যত্নসহকারে বানিয়েছে, দেখেই আকাশ তার মাকে ডেকে দেখাতেই, উত্তরে মা বললেন, আর একবার চেষ্টা করে দেখো, তুমিও আবার গড়তে পারবে। চেষ্টাতেই সকল দুঃখ বিনাশ হয়।"
ভারাক্রান্ত মনের আকাশ দুই বৎসর আগে, একমাত্র রাজন্যাকে জীবনসঙ্গী নিযুক্ত করেছিল, বিয়ের দিনই, রাজকন্যার একমাত্র কাকিমা, যার সঙ্গে এক বাড়িতেই থেকে দিবা রাত্রে রাজকন্যার মাতার ঝামেলার শেষ থাকে না,
দুই জায়ের প্রতিহিংসার ফলস্বরূপ,
শান্ত
স্বভাবের রাজকন্যার নামে মিথ্যা কটাক্ষকে স্বামী হয়েও আকাশ বিশ্বাস করেছিল, যার পরিণামে আজ দুই বৎসরের টানাপোড়েন ডিভোর্সের ধার্য
দিন, ভারাক্রান্ত মনে বারান্দায়
দাঁড়িয়ে, গতকাল পাড়ার দুষ্ট ছেলেরা
বাবুই পাখির নিজের হাতে বোনা যে বাসাখানি ভেঙে দিয়েছিল, আজ সকালে, আবারও পাখিটি ধৈর্য ও
যত্নসহকারে বানিয়েছে, দেখেই আকাশ তার মাকে
ডেকে দেখাতেই, উত্তরে মা বললেন, আর একবার চেষ্টা করে দেখো, তুমিও আবার গড়তে পারবে। চেষ্টাতেই সকল দুঃখ বিনাশ হয়।
সমাপ্ত
খুব সুন্দর
ReplyDelete